বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :
১৯৪৮ সালে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা মাওলানা ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে।
রাজনীতির পথ চলার এক বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের লাখো কোটি জনতার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যার অস্তিত্ব মিশে রয়েছে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পাতায় লিপিবদ্ধ হয়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবের ত্যাগ-তিতিক্ষা ও জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত।
জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার দেশ হিসেবে রূপান্তরিত করার জন্য সর্বস্ব ত্যাগ করে হলেও বাংলাদেশ কে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
তাই আজ বঙ্গবন্ধুর সকল আদর্শকে বুকে ধারণ করে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে বিজয় অর্জন ও দেশের অসমাপ্ত উন্নয়নের ধারাবাহিকতার অগ্রগতি চলমান রাখার লক্ষ্যে আগামীকাল
১ লা অক্টোবর শনিবার বিকাল
৪ টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ থানা ও উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহানগর ও জেলা পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং
সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক । জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।