জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর হাট থেকে নড়াইলের স্বেচ্ছাসেবক লীগের নেতাকে পিটিয়ে আহত করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংগের সদস্যরা।
অভিযোগ সুত্রে জানাযায় গত ২৮ সেপ্টেম্বর দুপুরে শিয়ারবর ফারুক কাজির পেট্রোল পাম্পের নিকট রাস্তার পাশে চরশালনগর গ্রামের লুৎফর মোল্যার ছেলে মনিরুল ইসলাম পাট ক্রয় করার সময় হাজিপাড়া বাতাসি গ্রামের ফারুক খানের ছেলে সবুজ খান (২২) সাঈদ খানের ছেলে রাজু খান (২২), জিল্লু খানের ছেলে শাহিন খান(২১), ডাংগাবাতাসি গ্রামের জাবেদ শেখের ছেলে সম্রাট (১৯) সহ ৯/১০ জনের কিশোর গ্যাংগ রামদা,হাতুড়ি, ছ্যানদা, লোহার রড নিয়ে অর্তকিত ভাবে হামলা করে পিটিয়ে যখম করে তার কাছে থাকা পাট ক্রয়ের জন্য ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময়ে মনিরুলের ডাক চিৎকারে লাবু,তরিকুল সহ বাজারের লোকজন উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।স্হানীয় সুত্রে জানাযায় মনিরুল নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একজন ব্যাবসায়ী।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ঘটনা সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১৯২১-২৫০১২০