বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) এবং বাংলাদেশ ন্যাশনাল ভেটেরিনারি দিন কাউন্সিলর এর সহযোগিতায় শনিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
এতে দেশের ১৩ টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৬৮ টিম একযোগে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
যার মধ্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম ছিল ৯ টি।
প্রতিটি টিমে শিক্ষার্থীর শংখ্যা ছিল
৫ জন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুকৃবি তে সফলভাবে ভেটেরিনারি অলিম্পিয়াড এর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর
( অতিরিক্ত দায়িত্ব ) প্রফেশ্বর সরোয়ার আকরাম আজিজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যানিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তসলিম হোসেন ও ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.এমএ হান্নানসহ আয়োজক কমিটির অন্যান্য শিক্ষকবৃন্দ। ঢাকা থেকে এফ এ ও এর প্রতিনিধি হয়ে অনুষ্ঠানে এসেছিলেন মিস রুবানা হাসান।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে ভেটেরিনারি অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সারোয়ার আকরাম আজিজ। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় এতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা হাতে বাঘ হাতি ঘোড়া গরু হরিণ বানর সহ বিভিন্ন ধরনের প্রাণীর প্রতিকৃতি নিয়ে আনন্দ উল্লাস করেন।
পরবর্তীতে ১১ টায় দেশের ১৩ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে একযোগে একই প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণ করে। অনলাইন পরীক্ষা শেষে সশরীরে আরেকটি ব্যবহারিক পরীক্ষা হয়। দুইটি পরীক্ষার ফলাফলের যোগা ফলের ভিত্তিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ টিমের মধ্যে রেভেলিয়ন প্রথম স্থান অর্জন করেন ।
১৩ টি বিশ্ববিদ্যালয়ের ১ ম স্থান অর্জন কারি টিমগুলো আগামী মাসের ১৬ তারিখ কক্সবাজারে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নিবে ।