দুর্গাপুরে শুভ্র তজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আদিবাসী নেতা শুভ্র তজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরে উৎরাইল বাজারে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখা ও এলাকাবাসী

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি লিংকন ডিব্রা, ঢাকা মহানগর (বাগাছাস) সভাপতি প্যাট্রিক চিসিম, ময়মনসিংহ মহানগর বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর সাবেক সভাপতি বান্টি সাংমা,সাইমন তজু, বিশাথা রাংসা, সানি রাংসা, নারী নেত্রী পিয়াসা রাংসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিমনি বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন শুভ্র তজু। এ হামলায় তার দুটি হাত ভেঙে যায় এবং পায়ে প্রচণ্ড আঘাত পায়। বর্তমানে সে মময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে। ঘটনার দুই দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দেন যদি এর ভিতর আসামী ধরতে না পারে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন।

উল্লখ্য. এই হামলার বিষয়ে দুর্গাপুর থানায় শুক্রবার শুভ্র তজুর বোন কেয়া তজু বাদী হয়ে ১৫ জনের নাম উল্লখ করে থানায় মামলা দায়ের করেন।

দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *