লোহাগড়ায় মধুমতি নদী থেকে ইজিবাইক চালক কিশোরের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির চর-ইছাখালী এলাকায় মধুমতি নদী থেকে শনিবার বিকালে এলাকাবাসীর খবর পেয়ে সাকিব (১৬) নামে একজন কিশোরের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আমিনুর মোল্যার ছেলে সাকিব দীর্ঘদিন ধরে ইজি বাইক চালিয়ে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছে সাকিব। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে লোহাগড়া কামঠানা গ্রাম এলাকা থেকে। এসময় ইজি বাইকের সাথে কাউকে পাওয়া যায়নি।

স্বজন সুত্রে জানাযায় ঘটনার সংগে জড়িত সন্দেহে জাবের নামে এক যুবককে আটক করছে গোপালগঞ্জ থানা পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু নিহত শাকিবের বাড়ী গোপালগঞ্জ এলাকায় সেহেতু গোপালগঞ্জের থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরদার রইচ উদ্দিন টিপু
নড়াইল
০১-১০-২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *