সুনামগঞ্জের দোয়ারায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

হাফিজ সেলিম আহমদঃ
স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ল অক্টোবর) বিকালে উপজেলার মান্নারগাও ইউনিয়নের ৮টি পুজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা ও থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পরে মান্নারগাও ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মান্নারগাও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা: মাসুদা সুলতানা,ইউপি সদস্য জামাল উদ্দিন, মো: উকিল আলী, বিউটি রানী দাস, লাভলী বেগম, মো: আব্দুল মছব্বির আলম, সামসুন নাহার খানম, মো: নজরুল ইসলাম, দীপক দাস, সাব্বির আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *