তারিখঃ ০১.১০.২০২২ ইং
পূর্ব ইছাখালী,জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম।
……সুদ মুক্ত সমাজ চাই…..
অসহায় গরিব দুস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে, সুদ মুক্ত সমাজ চাই স্লোগান দিয়ে, গঠিত হিলফুল ফুজুল কর্জে হাসানা ফান্ডের আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (০১.১০.২০২২) চট্টগ্রামের মিরসরাই পূর্ব ইছাখালী।
নবগঠিত সংগঠন এর নেতৃবৃন্দের উপস্থিতিতে হাফেজ মোঃ ছালা উদ্দিন এর সঞ্চালনায় উক্ত সভা পরিচালিত হয়। (১)মোঃ জসিম উদ্দীন জিহাদী কে আহবায়ক এবং (২)মোঃ মিজানুর রহমান কে সদস্য সচিব করে {২১}সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির নেতৃবৃন্দের বিস্তর পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, (৩)যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন (৪)অর্থ সচিব নুর মোঃ রুবেল মিঝি।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেনঃ-
০৫।মোঃ নাসির উদ্দীন ০৬।মোঃ জিয়া উদ্দীন ০৭।মোঃ আলমগীর হোসেন ০৮।মোঃ কাজী নজরুল ইসলাম মারুফ ০৯।মোঃ নুর উদ্দিন ১০।মোঃ সিরাজুল ইসলাম ১১।মোঃ নজরুল ইসলাম ১২মোঃ ইসমাইল নবী (রাসেল) ১৩।মোঃ শাখাওয়াত হোসেন ১৪।মোঃ একরাম হোসেন ১৫।মোঃ কামাল হোসেন ১৬।মোঃ হাফেজ সালাউদ্দিন ১৭।মোঃ নিজাম উদ্দীন ১৮।মোঃ আবু জাফর ১৯।মোঃ সালাউদ্দিন,২০।মোঃ ইকবাল মিঝি ২১।মোঃ সুফিয়ান বাদশা প্রমুখ।
এ সময় সংগঠনের নব নির্বাচিত আহবায়ক মোঃ জসিম উদ্দীন জিহাদী সাংবাদিকদের বলেন, আমরা গরিব অসহায় বিধবা অসুস্থ এবং দুস্থ মানুষের পাশে থেকে সকল প্রকার সামাজিক মানবিক সেবা মুলক কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।বিশেষ করে কর্জে হাসানা দিয়ে সুদ মুক্ত একটি সমাজ উপহার দিয়ে,এই সমাজ থেকে আমরা সুদ বিতাড়িত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। হিলফুল ফুজুল কর্জে হাসানা ফান্ড সমাজের প্রাণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে এবং সুদ মুক্ত সমাজ গঠন করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ্ ।
এছাড়াও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন আমরা যদি আপনাদের সকলের সহযোগিতা পাই এবং প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় যদি এই ভাবে একটি করে কর্জে হাসানা ফান্ড চালু হয়ে যায় আমি আশা করি অল্প দিনের মধ্যে আমরা একটি সুদ মুক্ত সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ্। বিশেষ করে মিরসরাইয়ে গরিব অসহায়দের অধিকার আদায়ে আমাদের এই সংগঠন সবসময় সোচ্চায় থাকবে ইনশাআল্লাহ্।
এছাড়াও যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন এবং অর্থ সচিব নুর মোঃ মিঝি বলেন আমরা যদি একতাবদ্ধ হয়ে শ্রম মেধা বুদ্ধি ও অর্থ দিয়ে একটু চেষ্টা করি তাহলে অল্প সময়ের মধ্যে সুদ মুক্ত সমাজ উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ্।
বিশেষ প্রতিনিধিঃ এম, মাসুদ রানা
মোবাইলঃ 88 01718651980
ইমেইলঃ masud.donglian.bd@gmail