তৈয়ব উল্লাহ সিকদার বাবু কক্সবাজার জেলা প্রতিনিধি
ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর নেতৃত্বের জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার কমিটিই একমাত্র বৈধ কমিটি। এর বাইরে শাহেদুল ইসলাম রানা কথিত আহবায়ক এবং মুহাম্মদ ফয়সাল চৌধুরীর কথিত সদস্যসচিব হিসেবে স্বাক্ষরিত যে পাল্টা কমিটি সামাজিক যোগাযাগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ অবৈধ।
একইসাথে রানা-ফয়সালের এই অবৈধ কমিটি দ্বারা জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভার শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে এই দুই ইউনিটে যে নতুন কমিটি অনুমোদনের প্যাডে আমার সুপারিশ নেওয়া হয়েছে তাও সম্পূর্ণ অবৈধ। তাই অবৈধ কমিটির অবৈধ প্যাডে ভুলবশতঃ আমার দেওয়া সুপারিশ প্রত্যাহার করে নিয়েছি।
পাশাপাশি ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর নেতৃত্বের জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার কমিটি এবং তাদের পূর্বের দেওয়া চকরিয়া উপজেলা শ্রমিকলীগের কমিটি (সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ মামুন) এবং চকরিয়া পৌরসভার (সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ধলু) কমিটি একমাত্র বৈধ কমিটি। তারাই বৈধভাবে সাংগঠনিক কার্যক্রম জেলা এবং চকরিয়ায় পালন করবেন। তাদেরকেই আমার পক্ষ থেকে যাবতীয় সহায়তা দেওয়া হবে।
এই বিষয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেন, ‘শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হঠাৎ করে আমার কাছে সদলবলে এসে শাহেদুল ইসলাম রানা ও মুহাম্মদ ফয়সাল চৌধুরী বলেন যে, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি থেকে এই দুইজনকে আহবায়ক ও সদস্যসচিব করে কমিটি অনুমোদন দিয়েছে।’
‘এর পর তারা আবার চকরিয়া উপজেলা ও পৌরসভার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিচ্ছে। এতে আমার সুপারিশ দরকার। তাই যাচাই না করে সেখানে সুপারিশও করেছি। পরক্ষণে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নানের সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারি, শাহেদুল ইসলাম রানা ও ফয়সাল চৌধুরীর কমিটি একেবারেই ভুয়া।’
ইতোপূর্বে তাদের সেই কমিটি যে ভুয়া তা কেন্দ্রীয় কমিটি থেকেও বিবৃতি দিয়েছেন। বিপরীতে শফিকুল ইসলাম কালু ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর কমিটিই একমাত্র বৈধ কমিটি বলে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আমাকে নিশ্চিত করেন। তাই ভুয়া কমিটির ভুয়া প্যাডে আমার নেওয়া সুপারিশপত্র প্রত্যাহার করে চকরিয়া উপজেলা এবং পৌরসভার পূর্বের কমিটিই বলবৎ থাকাসহ তাদের মাধ্যমেই চকরিয়ায় জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে বিবৃতি প্রদান করছি।
ইতি
আলহাজ জাফর আলম এমএ
সংসদ সদস্য (কক্সবাজার-১)
সভাপতি- চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, কক্সবাজার।