ভান্ডারিয়া উপজেলার ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নে এক রাতে ৭ টি গরু চুরি

মোঃ আসিফ মল্লিক পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর জেলর ভান্ডারিয়া থানার ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়ান হতে আজকে (০২-১০-২০২২) রবিবার ৭টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেল এবং,

বীর মুক্তিযোদ্ধ মোঃ হালিম শরিফ (সাবেক ইউ পি সদস্য) এর ২ টি গরু,এবং পিরোজপুর এসপি অফিস হেড এসিস্ট্যান্ট পুতুল রানী মন্ডল এর ছোট ভাই সঞ্জয় মন্ডল এর ২ টা ও জাকির হোসেন মোল্লা এর ৩ টি চুরি হওয়া,

গরুর মালিকরা জানান রাত ১টা পর্যন্ত গরু গোয়াল ঘরে ছিল, কিন্তু সকাল ৬ ঘটিকার সময় দেখি গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

গরুর মালিক মোঃ হালিম শরীফ এই দুইটি গরু এবং সঞ্জয় মন্ডল এর দুইটি ও জাকির হোসেন মোল্লা এর তিনটি সহ সাতটি গরুরগোয়াল ঘরের তালা ভেঙ্গে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরাচক্র।

যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।

ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম বিশ্বাস মুঠোফোনে বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেন নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *