শেরপুরে স্কুল ছাত্রীর আত্নহত্যা।

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নে যমুনা খাতুন (১৪) নামের এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী শনিবার সন্ধ্যা ৭ টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে। নিহত যমুনা খাতুন ফুলতলা দক্ষিণ পাড়া(রহমতপুর) গ্রামের কালাম সিকদারের মেয়ে ও দি পারফেক্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, যমুনা খাতুন দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। গত দেড়মাস আগে ডাক্তারের নিকট চিকিৎসা নিতে গেলে এ্যপেন্ডিসাইড ধরা পড়ে। যমুনার বাবা গার্মেন্টসে চাকরি করেন। সে অপারেশন করাতে চাইলেও টাকার অভাবে অপারেশন করাতে না পারায় সে চিকিৎসা নিয়ে আসছিল। শনিবার বিকালে যমুনা খাতুনের পেটে ব্যাথা শুরু হয়। এ নিয়ে মায়ের সাথ তার বাগবিতন্ডা হয়। পরে যমুনা অভিমান করে রাত্রি ৭টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার ঘরের দরজা বন্ধ দেখে মা ডাকাডাকি করে। এতে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যমুনার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *