ইবিতে সাইন্স ক্লাবের যাত্রা শুরু

আবির হোসেন, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাইন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী। অন্যান্য উপদেষ্টারা হলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিনহাজউল হক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ হোসেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আকতার এবং পরিবেশ বিজ্ঞান ও ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক।

উপদেষ্টামন্ডলী আগামী ১ বছরের জন্য (২০২২-২৩ কার্যবর্ষ) এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শফিকুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ মোহাম্মদ নাঈম, সহ-সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুন নেসা জামান ও কোষাধ্যক্ষ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *