এবারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা গুনতে হলো নগরীর ওষুধের দোকান সহ খাদ্য তৈরীর কারখানা মালিকের!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

চোরে না শোনে ধর্মের কাহিনী হাজার তৎপরতা চালিয়ে ও থামানো যাচ্ছে না অসাধু ব্যবসায়ীদের অপকর্মের প্রতারণার কৌশল।

আজ ৩ অক্টোবর সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীতে তদারকিমূলক অভিযানে পরিচালনা করা হয়েছে। নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা সহকারি পরিচালক শিকদার শাহিনুর আলম।

অভিযান তদারকির সময় পশ্চিম বানিয়াখামার এলাকার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে ঢাকা পুরুষকে ৫ হাজার টাকা ও ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অভিযোগে মেসার্স মৈত্রী মেডিকেল হল কে ৫ হাজার
টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক শিকদার শাহিনুর আলম দেশ চ্যানেলকে বলেন সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান ঢাকা ফুডস কারখানায় নোংরা পরিবেশ খাবার তৈরি করছিল। পাশাপাশি শ্রমিকদের পোশাক পরিধানের বিষয়ে সরকারের যে নির্দেশনা দেওয়া আছে সেটি ও তাদের ক্ষেত্রে অনুপস্থিত দেখা গেছে।
এদিকে মৈত্রী মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় তাকে ও জরিমানা করা হয়েছে। তাকে ঐ সকল ঔষধ ধ্বংসের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান শেষে ওই এলাকার জনসাধারণকে সচেতন করার জন্য লিফলেট প্যামপ্লেট বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *