গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সম্রাট গ্রেফতার

মাসুদ আলম
রাজশাহী ব্যুরো চীফ

আজ (৩ই অক্টোবর) মঙ্গলবার ভোর ৪টার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তারেক বাবুকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতার করার সময় তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন,একটি স্যামসাং বাটন ফোন ও দুটি ইন্ডিয়ান সিম কার্ড উদ্ধার করেন।
তথ্যসূত্রেজানা যায় তিনি বহুদিন যাবৎ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। সীমান্তের তারকাটা ভেদ করে দেশের ভেতর মাদকের অবৈধ বড় চোরাচালান প্রবেশ করে তার হাত দিয়ে।

গোদাগাড়ীর শীর্ষ একজন মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল হোতা। চর অঞ্চলের এলাকাবাসী তার অবৈধ কর্মকান্ডের কথা কাউকে বলে দেওয়ার কথা বললে সে তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। তার ভয়ে স্থানীয় জনগণ মুখ খোলার সাহস পায় না।তিনি একজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী।গোদাগাড়ী ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার আইনুদ্দিন বলেন, গ্রেফতার সময় তার কাছ থেকে দুটি স্মার্ট, একটি স্যামসাং বাটন ফোন সহ দুটি ইন্ডিয়ান সিম কার্ড পাওয়া যায়। যার আনুমানিক দাম প্রায় দেড় লক্ষ টাকা। তার মোবাইল ফোনের কল রেকর্ড হিস্ট্রি থেকে জানা যায় তিনি দুইশত লোকের সাথে মাদক ও মাদকের বিষয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়। পরে তাকে গোদাগাড়ী মডেল থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে কোর্টে চালান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *