দুর্ভোগের নাম বালুবাহী ট্রাক্টর

মোঃ ইয়ামিন সরকার
নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে এই শুষ্ক মৌসুমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধুলো উড়িয়ে চলাচল করছে বালুবাহী ট্রাক্টর। খোলা অবস্থায় এভাবে বালু পরিবহন করায় দুর্ভোগে পড়ছেন পথচারী ও এলাকাবাসী। এ ছাড়া বেপরোয়া গতির এসব যানের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

ফলে উন্মুক্ত ট্রাক্টর থেকে উড়ে আসা বালু আশপাশের পরিবেশ নোংরা করছে। পাশাপাশি অস্বস্তিতে ফেলছে পথচারী সহ বিভিন্ন যানবাহনের চালকদের। এতে করে নিরাপদে যানবাহন চালাতে পারছেন না চালকরা।

প্রটেকশন ছাড়ায় বেপরোয়া গতিতে চলাচল করা এই ট্রাক্টর থেকে উরে আসে বালু,সেই বালু চোখে ঢুকে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এজন্যই এসব চালকরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার তদন্ত ওসি মমিনুজ্জামান মমিন বলেন, সড়ক মহাসড়কে উন্মুক্তভাবে ট্রাক্টরে বালু বহন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এগুলো নিয়ন্ত্রনে নজরদারী আরও বাড়ানো হবে। এছাড়াও বালুর পয়েন্টের ইজারাদারদের সাথে এ বিষয়ে কথা বলা হবে যেনো বলু ভর্তি ট্রাক্টর ত্রিপল অথবা পলিথিন ব্যবহার করে সড়ক অথবা মহাসড়কে চলাচল করে ট্রাক্টর গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *