মতিউর রহমান, সরিষাবাড়ীঃ
সরিষাবাড়ী বাসির দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল যাত্রী সেবার মান বৃদ্ধিকল্পে সরিষাবাড়ী বাস টার্মিনাল নির্মান। অবশেষে তাদের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে সাংসদ আলহাজ ডাঃ মুরাদ হাসান এর হাত ধরে। গতকাল তিনি নির্মাধীন বাস টার্মিনালের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, সরিষাবাড়ী বাসির প্রাণের দাবী ছিল সরিষাবাড়ী বাস টার্মিনাল নির্মান করে যাত্রী সেবারমান বৃদ্ধির। এ নিয়ে অনেক সভা সমাবেশ আলোচনা সমালোচনা এবং মিটিং মিছিল হলেও আলোর মুখ দেখেনি। বাস টার্মিনাল নির্মানের নামে সঞ্চিত অর্থও একটি দুষ্ট চক্র সুকৌশলে আত্মসাৎ করার পায়তারা করেছে বলেও জনশ্রুতি রয়েছে। অবশেষে আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি তাঁর নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে গত কয়েক মাস আগে বাস টার্মিনাল নির্মানের বিষয়ে আনুষ্ঠানিক ষোষণার পর শুরু হয় নির্মান কাজ। গতকাল তিনি বাস টার্মিনাল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহি অফিসার উপমা ফারিসা ওসি মহব্বত কবির, কাউন্সিলর শাখাওয়াতুল আলম মুকুলসহ সরকারী কর্মকর্তাবৃন্দ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী বাস টার্মিনাল নির্মান কাজ সমাপ্ত হলে বাড়বে যাত্রী সেবার মান তেমনটি আশা সরিষাবাড়ী বাসির।