এম এ হাই,সাঁথিয়া পাবনা:
এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন করমজা ইউনিয়নে অবস্থিত ১৩৬ নং পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৮টি বিষয়কে মূল্যায়ন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর উপজেলার ১৭৮ টি বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়টি শ্রেষ্টত্ব অর্জন করে এবং জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘ছক অনুযায়ী মার্কিং-এর ভিত্তিতে যে বিদ্যালয়টি সব চেয়ে বেশি মার্ক পায় সেই বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ করা হয়। উপজেলা পর্যায় থেকে প্রথম হয়ে জেলা পর্যায়ে এসে প্রথম হয়। এরপর বিভাগীয়ভাবে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যায়। সব চেয়ে এই বিদ্যালয়টির পরিবেশ অত্যন্ত ভালো, এটা বলার উপেক্ষা রাখে না।
এ বিষয়ে পুন্ডুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে আমার প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ নির্বাচিত করেছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত খুশি এবং আগামী দিনে আরো স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালনে এই অর্জন সহায়ক ভূমিকা পালন করবে।
ব্যতিক্রমী একটি শিক্ষাপ্রতিষ্ঠান পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। ফলাফলের দিক দিয়েও শতভাগ উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কারও পেযেছে। প্রতিষ্ঠানটির অর্জন সকল শিক্ষকদের অনুপ্ররণা জোগানোসহ কোমলমতি শিশুদের উৎসাহিত করে শিক্ষার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।
আমি উক্ত বিদ্যালয়ে সকল শিক্ষকদের উন্নত সাফল্য কামনা করছি এবং এই ধারা অব্যাহত থাকুক এই শুভ কামনা রইল।