মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বাগুটিয়া মুজিব পল্লীর আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘরের বারেন্দায় বসবাস করছেন ভুমিহীন সেফালী বেগম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরকারি ঘর পেতে আবেদন করেও তার ভাগ্যে জুটেনি একটি ঘর।তবুও ঘর পাইতে হাল ছাড়েনি স্বামী হারা অসহায় হতদরিদ্র ভুমিহীন সেফালী বেগম। ঘর পেতে ইতিমধ্যে আবেন করেন ফরিদপুর জেলাপ্রশাসক বরাবর। ভিক্ষা করে জীবন চলে তার।থাকার মতোন তার কোন ঘর নেই।থাকেন মানুষের বাড়ি বাড়ি। বর্তমানে বাগুটিয়া আশ্রয়ন প্রকল্পের দরজা বন্ধ একটি সরকারি ঘরের বারেন্দায় তিনি বসবাস করছেন।নাসিমা নামে এক নারীর নামে সেই ঘরটি পেয়েছেন বলে মুজিব পল্লীর বাসিন্দারা জানান।তারা আরো জানান যে নাসিমা বেগম তার স্বামীর নামে লস্করদিয়া দাদপুর নামক গ্রামে সরকারি একটি ঘর পাওয়ায় সেখানেই থাকেন। নাছিমার বাগুটিয়া ঘরে ঘরটিতে না থাকায় তালা ঝুলানো থাকলেও সেই ঘরের বারেন্দায় বসবাস করছেন ভুমিহীন সেফালী বেগম। সেফালী বেগম এর বাবার বাড়ি তালমা ইউনিয়নের মিয়ার গ্রাম।তার বাবার নাম মৃত্যু আদন মিয়া।স্বামী হারা ভুমিহীন সেফালী বেগম ভিক্ষাভিত্তি করে জীব চলে তার।জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এর কাছে এই তাল্ ঝুলানো মানুষহবিহীন ঘরটি পেতে জোরদাবী করেন।
মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
৫ অক্টোবর ২০২২