আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি।
বগুড়ার শেরপুরে বিজয়া দশমীর দিনে প্রতিমা নামাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রূপম কর্মকার জগো (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) দুপুর ৪.০০ টার দিকে শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়ার শিশুপার্কের পুবালী সংঘ পুজামন্ডপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপম কর্মকার জগো শেরপুর পৌর শহরের কর্মকার পাড়ার রঘুনাথ কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানান, বিকাল ৪.০০ টার দিকে রূপম দেবী প্রতিমা নামানোর জন্য কাজ করছিলেন। এসময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নেয়ার পথেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খন্দকার জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর শুনেছি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।