খায়রুল বাশার,ময়মনসিংহ প্রতিনিধিঃ
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মূর্তি বিসজন অনুষ্ঠানে আজ সন্ধ্যায় মসমনসিংহ মহানগরের কাচারিঘাটের বিসর্জন মঞ্চে সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ।
এসময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁইয়া, পুলিশ সুপার ফজলে রাব্বি,জেলা ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, ওসি তদন্ত ফারুক হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাগনসহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব ইউসুফ আলী, স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার উপস্থিত ছিলেন ।
ময়মনসিংহ কাচারীঘাট সিটি কর্পোরেশনের সার্বিক তত্বাবধানে নগরের ৮৩ টি পূর্জামন্ডপ বিসজন করা হয়েছে ।
কড়া ও নিচ্ছিদ্র নিরাপত্তা বেস্টির মধ্যে খুবই সুন্দর পরিবেশে আইন শৃঙ্খলার কঠোর নজরদারী ও আনন্দ উৎসাহের মাধ্যমে চলছে বিসজন ।
দিনের অধিকাংশ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁইয়া, প্যানেল মেয়র -১ আশিফ হোসেন ডন,৮ ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসান ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব ইউসুফ আলী ও সকল কর্মকর্তা ও কর্মচারীগন বিসর্জনঘাটে উপস্হিত ছিলেন ।