শারদীয় দূর্গা উৎসব আনন্দ মুখর পরিবেশ।

বরগুনা জেলা প্রতিনিধঃ মোঃ হুমায়ুন কবির

ডাক -ঢোল আর উলু ধ্বনি আনন্দ মুখর পরিবেশ। সারা দেশে হিন্দু ধর্মের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় কঠোর ভাবে দায়িত্ব পালন করছে পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্য। বরগুনা জেলা আমতলী উপজেলা আঠারো গাছিয়া ইউনিয়ন সাহা পাড়া পূজা মন্ডপে একশত বছর পূর্ণ হতে চলছে। ধর্মীয় উৎসবে রয়েছে মানুষের উপচে পড়া ভীর বিভিন্ন দোকান পন্য সামগ্রী । প্রতি বছরের ন্যায় এ বছর ছিল একটু ভিন্ন রকমের আয়োজন রাস্তা জুরে ছিল সাজ সাজ বাতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সমির সাহা জানান আমরা পিছনের বছর গুলোতে আনন্দ করতে পারি নি এবছর করনা না থাকায় আমরা ভালোভাবেই আনন্দ করতে পারবো। পূজা কমিটির সভাপতি ছিল উজ্জ্বল সাহা তিনি বলেন আমার আরও ভালো ভাবে আয়োজন করতে পরতাম আমাদের রাস্তা টা ও মাঠ ভরাট যদি থাকতো তবে সরকারের এ বিষয়টির দৃষ্টি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *