এম এ হাই সাঁথিয়া পাবনা:
সাঁথিয়ায় যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মরহুম নিজাম উদ্দিনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে (৭ ডিসেম্বর) বিকেলে ফাউন্ডেশনের অস্হায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নিজাম উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেন।
ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক খানের সভাপতিত্বে এবং সহ সভাপতি আশরাফুল আলম মজনুর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক ডা: মনসুরুল ইসলাম, ফাউন্ডেশনের সহ সভাপতি শ্রী সুশিল কুমার দাস, উপজেলা আ”লীগের সাবেক সহসভাপতি কার্তিক চন্দ্র সাহা, সাঁথিয়া প্রেস ক্লাব সাধরণ সম্পাদক এম এ হাই, সহকারী অধ্যাপক রাশেদ সালাহউদ্দিন বাবু, প্রধান শিক্ষক কামরুজ্জামান, শামিম হোসেন প্রমুখ। পরে সাঁথিয়া থানা মসজিদের প্রেস ইমাম মাওলানা আতাউল্লাহ আনসারি দোয়া পরিচালনা করেন।