খুলনা মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন কে কেন্দ্র করে পদ প্রত্যাশীদের দৌড়ঝাপের অন্ত নেই!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

দীর্ঘ দুই দশক পর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা মহানগর ও জেলা যুবলীগ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ।
আর ২৪ জানুয়ারি মহানগর ও জেলা যুবলীগের সম্মেলনের কেন্দ্রস্থল হিসেবে বেছে নিয়েছে খুলনা শিববাড়ি মোড়ের সাবেক পাবলিক হলের বিশাল প্রসারিত জায়গা।

গত দুই দশক ধরে খুলনা মহানগর ও জেলা যুবলীগের কমিটি চলছিল আহ্বায়ক কমিটি দ্বারা।
তবে সব কিছুর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৪ জানুয়ারি সেইকাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ।

আর এবারের কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতি গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্য দুই দশক পরের পূর্ণাঙ্গ কমিটির গঠিত হতে যাচ্ছে।
এতে করে দলীয় হাই কমান্ডের নেতারা চুলচেরা বিশ্লেষণ করে কাকে এই গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব গুলো ন্যাস্ত করা যাবে সে বিষয়ে তারা চিন্তা উদ্বিগ্নের ভিতরে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পাশাপাশি দলীয় হ্যাবি ওয়েট নেতারা বলেছেন অসংখ্য নেতাদের ভিড়ে গুরুত্বপূর্ণ পদগুলো প্রত্যাশায় মুখিয়ে রয়েছে অনেকে।
তবে এই গুরুত্বপূর্ণ পদগুলির দায়িত্ব কাদের উপরে বর্তানো যাবে সে বিষয়ে হাই কমান্ড থেকে ঘন্টায় ঘন্টায় মতামত বিশ্লেষণ চলছে ।
অপরদিকে পদ প্রত্যাশীদের ও উচ্চপদস্থ নেতাদের দ্বারস্থ হয়ে সুপারিশের অন্ত নেই। একপর্যায়ে তারাও এখন ক্লান্ত ও বিস্মিত।

তবে সংগঠনের শীর্ষ দুটি পদের প্রার্থীদের অনুসারীদের মধ্য বিগত দিনের আমলনামা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ বিষয়ে দলীয় হাই কমান্ড থেকে বলেছেন যারা ক্লিন ইমেজ ও ত্যাগী তাদের হাতে তুলে দেয়া হবে আগামী তিন বছরের নেতৃত্ব কেননা জাতীয় নির্বাচনের বছরকে সামনে রেখে এবারের কমিটি হবে শক্তিশালী। যে কমিটির দায়িত্ব থাকবে আগামী নির্বাচনের মহানগর ও জেলায় যুব সমাজকে সংগঠিত করা। এদিকে সম্মেলন কে ঘিরে বর্ণিল সাজে সেজেছে নগরী।
পোস্টার প্যানা ও ফেস্টুন এর চেয়ে গেছে গোটানগরী নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মিলিত তোরণ।
পোস্টার ত্বরণে আরো শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা ও দৌহিত্র সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ পুতুল ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি শেখ সালাউদ্দিন জুয়েল এমপি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল সহ যুগ মূল সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। তার সঙ্গে থাকছে নেতৃত্ব প্রত্যাশী নেতাদের ছবি সম্বলিত সম্মেলন সফল করার পোস্টার।

গোটানগর জুড়ে পোস্টারের পাশাপাশি বিগত ১৪ বছর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ছবি ও রেপ্লিকা প্রদর্শন চলছে নগরীর জোড়া গেটে সদ্য চালু হওয়ার রাজধানী ঢাকার মেট্রোরেলের মডেল দর্শণার্থীদের মন কেড়েছে। পাশাপাশি তার সঙ্গে রয়েছে পদ্মা সেতুর সহ সকল মেগা প্রকল্পের ছবি নগর যুব লীগের দপ্তর সেল সূত্রে জানা গেছে মহানগরীর শিববাড়ির মোড়ে চলছে মঞ্চ তৈরির কাজ।
সম্মেলনে মহানগরী ও জেলায় মোট কাউন্সিলর থাকবেন ১১৭০ জন ।
তাছাড়া এতে বিপুলসংখ্যক ডেলিগেটেড ও নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

২৪ জানুয়ারি মঙ্গলবার এর সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
প্রধান অতিথি থাকবেন না বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি।সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য পিজুস কান্তি ভট্টাচার্য মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদকের এস এম কামাল হোসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট গোলোরিয়া ঝর্ণা সরকার এমপি ।
প্রধান বক্তা হিসেবে থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিল।
খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামালের সভাপতিত্ব ও মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করবেন খোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পঞ্চানন বিশ্বাস এমপি কার্যনির্বাহী সদস্য নারায়ণ চন্দ্র এমপি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম এমপি যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তওফিকুর রহমান সুজন কার্যনির্বাহী সদস্য ডাক্তার আশিকুর রহমান শান্ত।
এতে বিশেষ বক্তা থাকবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ রফি রফিকুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মিনাল কান্তি জোরদার যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল সাংগঠনিক সম্পাদক এডভোকেট ডঃ শামীম আলম সাইফুল সোহাগ মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ কার্যনির্বাহী সদস্য জিএম গফফার হোসেন।
সর্বশেষ গত ২০০৩ সালের ২৫ মে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। জেলা সম্মেলনে মোঃ কামরুজ্জামান জামান সভাপতি ও আখতারুজ্জামান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মধ্যযুগ লীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হয়েছেন। আখতারুজ্জামান বাবু খুলনা ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য

পদে আছেন খুলনা জেলার ৯ টি ও উপজেলা ৬৮ টি ইউনিয়ন কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
অপরদিকে মহানগর যুবলীগের সম্মেলনে এডভোকেট সরদার আনিসুর রহমান পপলু সভাপতি এবং সাধারণ সম্পাদক হন আলী আকবর টিপু।

২০০৮ সালের ৬ জানুয়ারি ওই কমিটি ভেঙে দিয়ে আনিসুর রহমান পপলুকে আহবায়ক মনিরুজ্জামান সাগর ও হাফেজ মোঃ শামীমকে যুগ্ন আহবায়ক করে মহানগর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়।
২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশকে আহ্বায়ক এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহাজালাল হোসেনকে যুগ্ন আহবায়ক করে যুবলীগের ২৫ সদস্য নতুন কমিটি গঠন করা হয়।

এদিকে এই সম্মেলন উপলক্ষে গত ২০২২ সালের জানুয়ারি মাসে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়।
এদিকে নগর ও জেলার গেল বছর ২২ জানুয়ারি যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন বৃত্তান্ত কেন্দ্রে জমা দেওয়ার জন্য শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি।
সর্বশেষ ২০২১ সালের ১ এপ্রিল সাধারণ সভায় ২০২২ সালের ২২ জানুয়ারি সম্মেলনের ঘোষণা করা হয়।
কিন্তু করোনা পরিস্থিতি ভালো না থাকায় সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়। জেলায় সভাপতি পদের ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন জীবন বৃত্তান্ত জমা দেন।

মহানগর যুবলীগের গুরুত্বপূর্ণ দুটি পদে দুই জনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদপ্রার্থী নগর যুবলীগের আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নগর যুবলীগের যুগ্ন আহবায়ক ও নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন।
এছাড়া অন্য কারো নাম এখনো শোনা যায়নি।
এমনকি এ দুটি পদে অন্য আর কেউ কেন্দ্রপ জীবন বৃত্তান্ত জমা দেয়নি।
অপরদিকে জেলা যুবলীগের সভাপতি পদে জীবন বৃত্তান্ত জামা দেয় ৬ জন এরা হলেন বর্তমান জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক অজিত বিশ্বাস সরদার জাকির হোসেন বর্তমান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ জসিম উদ্দিন বাবু সাবেক ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান হাদী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু।
এছাড়া সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেন ১১ জন।
এরা হলেন বর্তমান জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান মোঃ হারুন অর রশিদ জেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান খুললাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেবদুলাল বাড়ৈ বাপ্পি আব্দুল্লাহ আল মামুন জলিল তালুকদার জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোল্লা কামরুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তসলিম হুসাইন তাজ মোহাম্মদ বাবু সাঈদুজ্জামান।
খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল বলেন বর্ণাঢ্য আয়োজনপ উৎসবমুখর পরিবেশে সম্মেলন করা হবে।
নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ বলেন সম্মেলনের প্রস্তুতি চলছে।
জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন হবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান মহানগর যুবলীগের শীর্ষ দুটি পদ নিয়ে মুরুব্বী সংগঠন চিন্তিত নয় তবে জেলায় অসংখ্য নেতারা মাঠে যোগ্য নেতা খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন নেতৃবৃন্দ।
তাদের দাবি যুবলীগের সম্মেলন অতীতে যথাসময়ে হয়নি।
সে ক্ষেত্রে যারা মননীত নির্বাচিত হবেন তাদের পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বিশেষ করে জাতীয় নির্বাচনের বছরের যুবলীগের কমিটি গঠনের নেতৃবৃন্দ রয়েছে সতর্কতায়।
যাতে করে বিতর্কিত কোন ব্যক্তি কমিটিতে ঠাই না পান।
দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে না এমন সিদ্ধান্ত দলটির নীতি নির্ধারণী মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *