দুর্গাপুরে হাজং মাতা রাশিমণির ৭৭ তম প্রয়াণ দিবস পালিত

রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজন বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী শহীদ হাজংমাতা রাশিমণির ৭৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক। পরে আলোচনাসভা, কবিতাপাঠ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান।অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, থানা ওসি শিবিরুল ইসলাম, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারন সম্পাদক পল্টন হাজং, আদিবাসী লেখক ও গবেষক স্বপন হাজং, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, নারীনেত্রী শেফালী হাজং প্রমুখ।

আলোচনার পর বিভিন্ন এলাকা থেকে আগত কবিগন কবিতাপাঠ করেন এবং শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *