লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কর্তনের অভিযাগ

সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া গ্রাম আর,এস ১/১ খতিয়ান ভূক্ত সরকারি জমি থেকে গাছ কর্তনের অভিযাগ পাওয়া গেছে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ৯৬ নং কচুবাড়িয়া মৌজার আর,এস ১/১ খতিয়ান ভূক্ত আর এস ১৫৭ দাগের ২৫ শতক জমির উপর থেকে কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা বিবেকান্দ দাস ১২টি মেহগনি গাছ কর্তন করে নিয়েছেন। গাছ কট আত্মসাৎ করবার বিষয়টি লোহাগড়া উপজলা নির্বাহী অফিসারকে অজ্ঞাত এক ব্যাক্তি ফোনে জানালে তিনি সহকারী কমিশনার(ভূমি)কে ব্যবস্থা নেয়ার জন্য বলেন।

সহকারী কমিশনার(ভূমি)এর নির্দেশ মোতাবেক লক্ষীপাশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মোঃ আফিল উদ্দিন সরোজমিনে গিয়ে তদন্ত করেন। তদত্ম কর্মকর্তা শেখ মোঃ আফিল উদ্দিন গত ২ জানুয়ারি সহকারী কমিশনার(ভূমি) বরাবর লিখিত তদন্ত প্রতিবদন(স্মারক-১১(যুক্ত)-৩৮/২০২৩) প্রেরন করেন। তদন্ত প্রতিবদন তিনি উল্লেখ করেছেন আর, এস ১/১/খতিয়ানভূক্ত ১৫৭ দাগর জমির উপর থেকে গত শুক্রবার ১২টি গাছ কাটা হয়েছে যার চিহ্ন পাওয়া যায় কিন্ত গাছ উদ্ধার করা যায়নি। পরবর্তী প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদন দাখিল করা হলে উল্লেখ্য প্রতিবেদন দাখিলের পর এক মাস অতিবাহিত হলেও পরবর্তী কোন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *