খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ
আবারও পাঁচটি মোবাইল উদ্ধার করলো ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এএসআই আমীর হামজা। তিনি কোতোয়ালী থানায় যোগদানের পর থেকে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের দিক নিদর্শনায় এবং আমীর হামজা তার নিজ মেধা ও কৌশলের মাধ্যমে প্রায় এক হাজারের বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন। ছবিতে উদ্ধারকৃত মোবাইল ফোন যথাযথ মালিকের হাতে তুলে দিচ্ছেন কোতোয়ালী অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম বার। মোবাইল পেয়ে মালিকগণ খুব খুশি হন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমীর হামজা জানান আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাচ্ছি আমি সকলের দোয় চাই যেন উদ্ধারের কাজ অব্যাহত রাখতে পারি। তাছাড়া এএসআই আমীর হামজা মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশ সুপার এর নিকট হতে পুরস্কারও পেয়েছেন।