দি ময়মনসিংহ ট্রাক্সেস বার এসোসিয়েশনের আসন্ন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়ঃ

খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ

আজ ৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় দি ময়মনসিংহ ট্রাক্সেস বার এসোসিয়েশনের আসন্ন নির্বাচন ২০২৩ ইং অনুষ্ঠিত হয়। দি ময়মনসিংহ  ট্রাক্সেস বার এসোসিয়েশনেরম মিলনায়তন কনফারেন্স রুমে এ নির্বাচন  অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ইশতেহার সমূহ হলো, দি ময়মনসিংহ ট্রাক্সেস বার এসোসিয়েশন  এর সুশাসন নিশ্চিতের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম নিশ্চিত করা।
নতুন সদস্যদের আয়কর বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
প্রত্যেক বছর তফসিল ঘোষণাপূর্বক নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা।
দি ময়মনসিংহ ট্যাক্সের বার এসোসিয়েশন কে ডিজিটালাইজড করা।
দি ময়মনসিংহ ট্যাক্সেরবার এসোসিয়েশন এর গঠনতন্ত্র সম্পর্কে সকল সদস্যদের অবহিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *