মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পুলিশ লাইনে আগামী কাল ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সর্ম্পূণ মেধা, যোগ্যতা ও দক্ষতা ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ সম্পন্ন হয়।
প্রতারক চক্র,দালাল, টাউট ও বাটপারের খপ্পরে, ফাঁদে কেউ পড়বেন না। নিয়োগ সংক্রন্ত বিষয়ে প্রতারক, দালাল চক্রের প্রলোভনে পড়বেন না বা আর্থিক লেনদেন করবেন না। প্রাথী সম্পর্ণ নিজ মেধা যোগ্যতা ও দক্ষতা চাকরি পায় কেউ তাকে চাকরি দেয় না। টিআরসি নিয়োগ সংক্রান্তে আর্থিক লেনদেনের কোন সম্পৃক্ততা পাওয়া গেলে গ্রেফতার নিয়োগ বাতিল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দালাল বা প্রতারক আপনাদের কোনো ভাবে প্রলোভন দেখালে আপনি সরাসরি পুলিশ সুপার দিনাজপুর বরাবর অভিযোগ জানান । প্রতারক বা দালাল চক্র হতে সতর্ক থাকুন। দালাল চক্রের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত কোন সংশ্লিষ্ঠতার প্রমাণ পাওয়া গেলে আপনার প্রার্থীতা বাতিল করা হবে টিআরসি।