জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ের ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করার কথা থাকলেও বেশি বাঁধায় অধিকাংশ এলাকায় সড়কে বের হতে পারেনি বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী রুহিয়া, ঢোলারহাট অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা পদযাত্রা বের করতে চাইলে রুহিয়া থানা পুলিশ দলীয় কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে বিএনপি নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বলেন, আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আমরা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না বলেই পুলিশের উসকানি ও বাধার মুখেও কোনো দ্বন্দ্বে জড়াইনি। গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, খালেদা জিয়াকে মুক্ত করব এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব।
অন্যদিকে জেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত আওয়ামীলীগের শান্তি সমাবেশ কর্মসূচী পালন করছেন ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাদের দাবি দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার এ বিষয়ে জানান, পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ভুল, বিশৃঙ্খল পরিবেশ এড়াতে পদযাত্রা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মাত্র। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ রাখতেই তা করা হয়েছে।