নীলফামারীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা, ইউনিয়নের খালিশা জাপানী খুটামারা, এলাকায়, আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো মৌসুমে ধানের চারা রোপণ করছেন কৃষকরা। এ যন্ত্রের সাহায্যে সম-গভীরতায় ও সম-দূরত্বে এবং অল্প শ্রমে ধানের চারা রোপন হচ্ছে,
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে,
এ মেশিনের ব্যবহার বাড়াতে এবং কৃষকদের উৎসাহিত, করতে রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।
রাইস ট্রান্সপ্লান্টারের বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মনিরুজ্জামান, বলেন, এই পদ্ধতিতে কম খরচের পাশাপাশি একদিকে ফলন বাড়বে এবং সময় লাগবে কম ১ লিটার তেল দিয়ে ১ ঘণ্টায় ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করা যায়। এ প্রযুক্তিটি কৃষকরা ব্যবহার করলে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক উপকৃত হবে। তবে যেই এলাকায় শ্রমিকের, অভাব, রয়েছে সেই এলাকায় এ প্রযুক্তিটি ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন,
উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ বলেন, এ বছর উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ১৭৫ বিঘা বোরো ধান রোপন করা হয়েছে। যন্ত্র ব্যবহারের মাধ্যমে ধান রোপনে খরচ কম হবে। সেইসাথে কৃষকরা লাভবান হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *