মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
মানিকগঞ্জ দৌলতপুর টেপড়ি মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আজ রবিবার ১২ই ফেব্রুয়ারি উপজেলার টেপড়ি মৌলভী উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন,,কোরআন তেলাওয়াত , গীতা পাঠ,স্বাগত ভাষণ, অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণ,অতিথিদের ভাষণ।
প্রধান অতিথি হিসাবে থাকার কথা মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।তিনি রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় উপস্থিত হতে পারেনি।অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো:কোহিনুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার,কলিয়া ইউপি চেয়ারম্যান মো:সিদ্দিকুর রহমান । অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার তরফদার,
এসময় আরো উপস্থিত ছিলেন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,দৌলতপুর গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক মো:রেজাউল করিম,চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী,কলিয়া পাবিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেম আলী,তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হক,উলাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, আবুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,চরমাস্তুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম নুরু,চরকাটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,খলসী উচ্চ বিদ্যালয়ের লুৎফর রহমান,বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংবাদিক সমিতির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।