আলীকদম( বান্দরবান) সমর রঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান) জেলায় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মায়ানমার থেকে অবৈধ ভাবে চোরাইপথে আনা ৯০টি বার্মিজ গরু আটক করা হয়ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৩খ্রীঃ রাতে অভিযানে আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা। আটককৃত গবাদি পশুগুলো ৫৭ বিজিবি’র ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম পরিচালনা করা হবে বলে ৫৭ বিজিবি পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৫৭ বিজিবি এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৪ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত গবাদি পশু আটক করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব গরু বিভিন্ন সময় মায়ানমার সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আনা হয়ে থাকে।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্ত হতে আলীকদম উপজেলায় এসব গরু আনার প্রাক্কালে ঘাটে ঘাটে চাঁদাবাজি হয় বলে স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে। অধিকন্তু সময় চাঁদার ভাগ-ভাটোয়ার নিয়ে বনিবনা না হলে কিংবা কোনো কোনো ব্যবসায়ী একটু বেয়াড়া হয়ে গেলে তাদেরকে ‘সাইজ’ করতে গরু ধরপাকড়ে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি সহযোগিতা করে থাকেন বলে গরু ব্যবসায়ীরা জানান।