গ্রেফতার হলেও থেমে নেই তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের পাচারকারী চক্র!

মোঃরনি মল্লিক আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের চলমান নির্মাণকে ঘিরে গড়ে ওঠা নির্মাণ সামগ্রী চুরির সিন্ডিকেটকে কোনভাবেই থামানো যাচ্ছেনা লুটপাট।

পাচারকারীরা নির্মান সামগ্রীর মুল উপাদান লোহা তামার তার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করেই চলেছে।মাঝে মাঝে স্থানীয় প্রশাসন এসব মালামাল উদ্ধর করে মামলা দিলেও কোনভাবেই পাচারকারীদের থামানো যাচ্ছেনা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তালতলী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এর আগেও একই এলাকা থেকে ২৩০ কেজি তামা জব্দ করে তালতলী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,অবৈধ তামা পাচারকারীরা মালিপাড়া থানা রোড এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর কাছে বিক্রি করে। তালতলী বাজারে তামা বিক্রি করতে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, সাবেক ইউপি সদস্য সহ গ্রেফতারকৃত তিন জনকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *