মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে হঠাৎ রান্নাঘরে আগুন লেগে পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষাপেল বসতঘর।
১৩ ফেব্রুয়ারী সোমবার বেলা ৩ টার দিকে রাধানগর সোবাহান শেখের রান্না ঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে।বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিবায়। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগেছে বলে বাড়ির লোকজন জানান।লোকজন ছুটে এসে আগুন নিবিয়ে ফেলার কারনে অল্পের জন্য রক্ষা পেল বসতঘর।রান্না ঘরে পুড়ানোর জন্য জমানো লাকড়ি থাকায় আগুনের লেলিহান শিখা অনেক সময় নিয়ে জ্বলতে দেখা যায়।সোবাহানের স্ত্রী জাহানারা বেগম বলেন ঘরে ছিলাম হঠাৎ করে বাচ্চারা আগুন আগুন বলে চিৎকার দিলে আমরা ঘর থেকে বের হই এবং দেখি রান্না ঘর আগুনে পুড়ছে।আগুন আগুন বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিবায় যে কারনে বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।