নবীনদের পদচারণায় মুখরিত হলো পবিপ্রবি 

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
(পবিপ্রবি) সকল অনুষদে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত  হয়েছে।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদ তাদের  নিজস্ব ব্যবস্থাপনায় স্ব-স্ব অনুষদের পক্ষ থেকে  নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
কৃষিগুচ্ছ ও জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত ৭৩২ জন শিক্ষার্থীর এই আয়োজন করা হয়। কৃষি অনুষদের   বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে,নিউট্রিশন এ্যান্ড ফুড সাইন্স অনুষদ, ফিশারিজ, এনএসভিএম, আইন ও ভূমি প্রশাসন, ব্যবসায় প্রশাসন, সিএসই, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ  তাদের  স্ব-স্ব  অনুষদীয়  ভবনে নবাগত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে  নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস, শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী,নিউট্রিশন এ্যান্ড ফুড সাইন্স অনুষদের  ডিন প্রফেসর ড. দিলরুবা ইয়াসমিন ঝর্ণা, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ.বি. সিদ্দিক, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো. এহসানুর রেজা, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর  গোলাম মো. মুরাদুল বশির, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমি, পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক  ও অনুষদের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *