বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রেমিকা বুকভরা আশা নিয়ে ছুটে গিয়েছিল প্রেমিকের বাড়ি। কিন্তু সেখানেই বাঁধলো বিপত্তি। এ যেনো দুর্বলের প্রতি সবলের অত্যাচার। দিনাজপুরের খানসামায় বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক শুভ চন্দ্র রায় (২৩) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (২১)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামারবিষ্ণুগঞ্জ গ্রামের নাপিত পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, লেখাপড়া পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক শুভ’র বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে, সকাল থেকে মানিক রায়ের ছেলে প্রেমিক শুভ’র বাড়িতে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া শাহাপাড়া এলাকার তরুণী বিয়ের দাবিতে অনশন করছে।

তরুণী বলেন, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। আমাদের প্রেমের প্রমাণস্বরূপ অনেক এসএমএস রয়েছে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১ বছর ধরে শারীরিক সম্পর্ক করেছেন সেই প্রেমিক । সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম। কিন্তু পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। তাই বাধ্য হয়ে অনশন শুরু করি। সে যদি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

তরুণী আরো বলেন, পরিবার থেকে বিয়ের কথা বললে ছেলেপক্ষ যৌতুকের দাবি হিসেবে ৫ লাখ টাকা চায়।
পরিবার থেকে এত টাকা দেওয়া সম্ভব হবে না বলে গোপনে তারা অন্য জায়গায় বিয়ের আয়োজন করে। রবিবার আশীর্বাদ হওয়ার খবর শুনে আমি সকালে আশ্রয় নেই ছেলে বাড়িতে। আমার উপস্থিতিতে ছেলে বাসা থেকে পালিয়ে যায়। পরে ছেলের কাকা এবং কাকি ও পিশি মিলে আমাকে জোরজবস্তি করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

প্রেমিক শুভ পলাতক থাকায় এ বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়াও এ বিষয়ে প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে অনশনকারীর বাবা’র সাথে বারবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, ‘আমি ঘটনাটি শুনার পর মেয়েটিকে ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। তবে মেয়ে ও ছেলে পরিবারের কেউ এখানে এখনো আসেনি। এখানে উভয়ের পরিবার যেটা সিদ্ধান্ত নিবে। আমার এখানে করার নেই।’

খানসামা থানার তদন্ত ওসি তহিদুল ইসলাম জানান, ‘এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে অনশনে বসেছেন প্রেমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *