ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রমজান আলী (২৪) এবং জয়ঘোষ (২১)।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) ভোর পৌনে ৫টায় ফুলপুর বাসস্ট্যান্ডে চট্রগ্রাম হতে শেরপুর গামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর বাস স্ট্যান্ড এলাকা হতে চট্টগ্রাম থেকে শেরপুরমুখী একটি যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজা সহ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চক লেংগুড়া এলাকার মৃত গোলাপ জামালের ছেলে রমজান এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার রাধানগর এলাকার সুনীল ঘোষের ছেলে জয়ঘোষ কে গ্রেফতার করে ফুলপুর থানা পুলিশ।
এ ব্যাপারে আরও জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে হয়েছে।