মাগুরায় জাহিদ জোয়ার্দ্দারের খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সংবাদ দাতাঃ শহিদুল ইসলাম বাবু

মাগুরা জেলার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের (শ্রীরামপুর) শ্রম ও জন কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জাহিদ জোয়ার্দ্দারের খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়। সোমবার ১৩ ফেব্রুয়ারী বেলা ১১ টার সময় মাগুরা প্রেসক্লাবের সামনে শ্রীরামপুর গ্রামবাসীর আয়োজনে খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যানারে লেখা দেখা যায় চিহ্নিত খুনী সাগর, খুনী কামরুজ্জামান, খুনী নিশান, খুনী বিপ্লব, খুনী সানি, খুনী মিশুক এর নাম। মাগুরা সদর থানায় ০৬/০২/২০২৩ রাত ৮.৪৫ টার সময় মামলা নং- ০৮, এজাহার কাগজ পত্রে দেখা যায় জাহিদ জোয়ার্দ্দারকে গত ৪ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৩ টার সময় বাড়ীর উত্তর পাশে নিজস্ব জমিতে থাকা ধান ক্ষেতে সার দেওয়ার সময় পূর্ব শত্রুতা ও স্থানীয় দলাদলির জন্য পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য বেআইনি ভাবে আসামীরা জোটবদ্ধ হয়ে ২৫ জন সহ আরও ৫-৬ জন আক্রমণ করে। তারা হলো শ্রীরামপুর গ্রামের তাহাজ্জত হোসেন, আশরাফুল আলম আরজু, সাহেব মোল্যা, আবু সুফিয়ান, মাসুদ মোল্লাহ আয়ুব মোল্লাহ কামরুজ্জামান জুয়েল, এহসান মাহমুদ সানি, সাগর, আলতাফ খা (আলফু), বিল্লাল খাঁ, নিশান, বিপ্লব, আশরাফুল ইসলাম (আশু), মনিরুল ইসলাম, ছালেক মোল্যা, লজেং, শাহ আলম, হুমায়ুন, টিক্কা, উকিল, আকরাম, আছাদ, পিন্টু। সন্ত্রাসীদের হাতে এসময় ছিলো রামদা, ছ্যান্দা, লোহার রড, বাঁশের লাঠি, শাবল সহ ইত্যাদি মারাত্মক দেশীয় অস্ত্র দিয়ে জাহিদ জোয়ার্দ্দারকে আক্রমণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষারের ছত্রছায়ায় তার খালাতো ভাইয়ের ছেলে তাহাজ্জত মেম্বার বেপরোয়া হয়ে এই সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। জানা যায় হাসান জাহিদ তুষারের তদবির কারণে আসামিরা আজও পর্যন্ত গ্রেফতার হয়নি। তাই স্থানীয় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল হক (আখরোট) সহ স্থানীয় এলাকাবাসী আসামী ও খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পুলিশ সুপার বরাবর জাহিদ জোয়ার্দ্দার এর খুনি-সন্ত্রাসী তাহাজ্জত মেম্বার ও আহরজু বাহিনী এবং তাদের চিহ্নিত পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *