বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ মোঃ মাসুদ রানা
বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ রেজিঃ নং ১৩২৯৪ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমন হাসান অদ্য ১৩ ই ফেব্রুয়ারী রোজ সোমবার ডায়াবেটিস ও রক্তচাপ জনিত কারনে অসুস্থ অবস্থায় মর্ডান হাসপাতালে ভর্তি আছেন।
সারা বাংলাদেশের বয়লার পরিচারকদের অতীব আপঞ্জন
যে সব সময় বয়লার পরিচারকদের যে কোন বিপদে আপদে বয়লারের সাথে কর্মরত সকলের পাশে থাকেন।
কোন বয়লার পরিচারক বা তার পরিবারের কোন সদস্য অসুস্থ হলে অথবা সমস্যায় পড়লে। সেই সমস্যা হতে উদ্ধার সহায়তা পাওয়ার জন্য ইমন হাসান সর্বোচ্চ চেস্টা করেন। আজ সকালে হটাৎ বয়লার পরিচারক সংগঠন অর্থাৎ বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমন হাসান সে নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
তার অসুস্থতার সংবাদ শুনে তাকে দেখতে এবংবতার খোজ খবর নিতে।
ঢাকা, গাজীপুর,জেলা,এবং এর পার্শ্ববর্তী জেলার বয়লার পরিচারক গণ সহ বিভিন্ন সংগঠন এর সদস্য নেত্রীবৃন্দ এবং সংবাদকর্মী হাসপাতালে ভীড় জমাচ্ছেন।
এছাড়াও সারা বাংলাদেশের বয়লার পরিচারকগন ইমন হাসানের খোজ খবর নিতে অনবরত ফোন দিচ্ছেন।
বাংলাদেশের বয়লার পরিচারক গনের উদ্দেশ্য তার পরিবারের পক্ষ হতে তার ছোট ভাই এমন আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন।
এবং সে জানিয়েছেন।
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানীতে আপনাদের দোয়ার বরকতে আপনাদের মহাব্বতের ভাই।
আমার বড় ভাই ইমন হাসান পুর্বের চেয়ে ভালো আছেন।
সে সবাই কে দোয়া করতে বলেছেন এবং সেও আপনাদের জন্য দোয়া করেছেন যেন সবাই সব সময় একে অপরের পাশে থাকেন।