আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি।
বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে গ্যাস ট্যাবলেট খেয়ে কুলছুম বেগম (৬২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত কুলছুম আমিনপুর পুরাতন কলোনী পাড়ার সাহার উদ্দিনের স্ত্রী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার এস আই মিথুন। তিনি জানান, গৃহবধু দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আর্থিক অভাব অনটনও ছিল। গতকাল রোববার সন্ধায় বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারে লোকজন তাকে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত্রি ৯টার দিকে মারা যায়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার আতাউর রহমান জানান, শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।