সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৪২৩ বোতল ফেন্সিডিল সহ ১জন মাদক কারবারী আটক।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৪২৩ বোতল ফেন্সিডিল ও মটরসাইকেল সহ এমদাদুল নামে ১জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

সোমবার(১৩ ফেব্রুয়ারী) দুপুর দের টার সময় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ঢাকা টু বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে চান্দাইকোনা বাইপাস মোড়স্থ জমজম দই ঘরের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার অন্তগত হরিপুর থানাধীন টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে ইমদাদুল হক কে ৪২৩বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।এসময় তার নিকট মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী ইমদাদুল হক দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *