ঝিনাইদহ জেলাই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩

স্টাফ রিপোর্টার -মোঃ শাহীন হোসেন
ঝিনাইদহ জেলা।

আজ, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহ উপজেলায় আজ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এ‍্যাড: আব্দুর রশিদ চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশিদুর রহমান রাসেল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,আরতী দত্ত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,সুধাংশু শেখর বিশ্বাস উপজেলা শিক্ষা অফিসার। সভাপতিত্ব করেন সাদিয়া জেরিন উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা হয় দিনব্যাপী।
এসময় প্রধান অতিথি বলেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের স্মার্ট করতে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সাথে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *