রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়ক চাই এর অর্থায়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দশটি পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় ফিতা কেটে এ ঘরগুলো উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
পরে তিনি কালচারাল একাডেমি হলরুমে আলোচনা সভায় যোগ দেন। এ সময় তিনি বলেন সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষই পারবে নিরাপদ সড়ক গড়তে ।
আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন।