মোঃ মিজান হোসেন।বিশেষ প্রতিনিধি।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মঙ্গলবার ১৪’ই ফেব্রুয়ারী প্রথম প্রহরের ভোর রাত আনুমানিক ৪ ঘটিকার সময় সদর উপজেলার বসাক বাজার সংলগ্ন ধলুগাজীর মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পরে এ দুর্ঘটনা ২০ জন গুরুত্বর আহত হয়েছে।
জানাগেছে, চট্টগ্রাম-থেকে ছেড়ে আসা কুয়াকাটা গামী রোহান পরিবহন নামের বাস চালকের চোখে ঘুম থাকায় ধলুগাজীর আচমক মোড়ে এসে নিয়ন্ত্রনে হাড়িয়ে বাসটির অর্ধেক অংশই খাঁদে পরে যায়। এসময় বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলো এর মধ্যে নারী পুরুষ সহ অন্তত ২০ জনের বেশি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে এ ভর্তি করেন।