লোহাগড়ায় দুইশতাধিক লেবু গাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে এক শিক্ষকের নামে উঠেছে

সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের বেকার যুবক শাওন আহম্মেদের ১একর জমিতে লেবু বাগান করেছে। আট শতাধিক লেবু গাছে কেবল মাত্র লেবু ধরা শুরু হয়েছে । এর মধ্যে প্রতি বেশী একই গ্রামের চিম্ময় ব্যানার্জি তার বাড়ীর পাশের পুকুর ভরাট করতে যেয়ে পুকুরে সমস্ত কাদা পানি শাওনের লেবু বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে। পানিতে লেবু বাগানের প্রায় দুইশতাধিক লেবু গাছের পাতা হলুদ হয়ে মরন ধরেছে। এতে প্রায় শাওনের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে চিম্ময় ব্যানার্জি বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।

গত ১৩ জানুয়ারি সোমবার সরজমিনে গিয়ে দেখা গেছে। বেকার যুবক শাওন আহম্মেদ ১ একর জমি লিজ নিয়ে আনুমানিক ৭ লাখ টাকা ব্যয়ে বাগানটি করেছে। লেবু বাগানে কেবল ফলন এসেছে এর মধ্যে পানি ছেড়ে দেওয়ার ফলে বাগানের দুইশতাধিক লেবু গাছের পাতা হলুদ হয়ে গোড়া পচন ধরেছে। এমনিতেই ওই গাছগুলি অচিরেই মারা যাবে। শাওন আহম্মেদ বলেন,চিম্ময় ব্যানার্জি তার পুকুর ভরাট করতে যেয়ে তার পুকুরের পানি আমার বাগানে ছেড়ে দিয়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। আমি একজন বেকার যুবক, আমি ইউটিউব দেখে বেকারত্ব ঘুচানোর লক্ষ্যে ধারদেনা করে লেবুর বাগান করেছি। কিন্ত চিম্ময় ব্যানার্জি কেন আমার এমন ক্ষতি করলো? আমি এর বিচারের দাবি জানায়। এ ব্যাপারে চিম্ময় ব্যানার্জি সাথে কথা হলে, তিনি কোন সৎ উত্তর দিতে পারেন নেই ।
এলাকায় খোজ নিয়ে জানা যায় তিনি একজন শিক্ষক। একজন শিক্ষক এমন কাজ কিভাবে করলেন দাবী সুশীল সমাজ ও এলাকাবাসীর।

লোহাগড়া উপজেলার কৃষি কর্মকর্তা মোছাঃ ফারজানা আকতারের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনা স্থলে লোক পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *