কুষ্টিয়া ভেড়ামারায় রেলওয়ে প্লাটফর্ম অরক্ষিত! কিশোর গ্যাং ইভটিজার মাদকসেবী পকেট মারদের আতুরঘর

ভেড়ামারা প্রতিনিধি :

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়  রেলওয়ে ২ নং প্লাটফর্ম এর উত্তর-পূর্ব সাইডে বাউন্ডারি না থাকায় অরক্ষিত। রাত্রে যাত্রীরা ভয় পায় এবং ছোট খাটো অপ্রীতিকর ঘটনা ও ঘটে চলেছে। বাউন্ডারি না থাকায় সবার অবাধ বিচরণ। এবিষয়ে স্টেশন মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে বাউন্ডারি না থাকায় সাধারণ যাত্রীদের সমস্যা হয়। রেলওয়ে পুলিশ কম থাকায় ঝুঁকি রয়ে যায়।
বাউন্ডারি এর জন্য উর্ধতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।

 

দিনে প্রাইভেট ছাত্রী এবং যাত্রীরা নানাভাবে হয়রানি হয়ে চলেছে। ভুক্তভোগী আব্দুল মান্নান জানান আমি পরিবার নিয়ে রাজশাহী যেতে ছিলাম। ট্রেন আসতে বিলম্ব হওয়ার সুযোগে কিছু কিশোররা প্লাটফর্মের বেঞ্চে বসে বাজে টন করতে ছিল, পরিবার সাথে থাকায় সম্মানের ভয়ে আমি প্রতিবাদ করতে সাহস পায়নি । এটা দুঃখজনক।
সন্ধ্যা পর উভয় প্লাটফর্মে কিশোরদের আড্ডা, মাদক সেবন চোখে পড়ে। পকেট মারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অবিলম্বে বাউন্ডারি নির্মাণ এবং কিশোর গ্রুপ, ইভটিজার গ্রুপ, পকেট মার এবং মাদকসেবিদের হাত থেকে ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্ম রক্ষায় রেলওয়ে পুলিশ, ভেড়ামারা থানা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *