মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ সভা

মোঃ নূরুল ইসলাম,
দৌলতপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলায় ২৩০ জন গৃহহীন পরিবারকে ঘড় ও জমি দেওয়া হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ‍্যাড.আজিজুল হক,সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস,জেলা পরিষদের সদস‍্য শফিকুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল,জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো:রেজাউল করিম,অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম , সকল ইউনিয়নের চেয়ারম্যান গন,
সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,যুবলীগের আহবায়ক হুমায়ুনকবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ মমিনুর রহমান।


এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি এএম নাঈমুর রহমান দুর্জয় সরকারি মতিলাল ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন। এবং কলেজে নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তুর স্থাপন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *