যশোর ৪৯ এবং খুলনা ২১ বিজিবি’র যৌথ অভিযানে ৮.৯৭৪ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার সহ o১টি প্রাইভেটকার আটক

যশোর প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কে যশোর হতে ৫ কিলোমিটার দুরত্বে রাজারহাট নামক স্থান হতে ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ এবং ২১ বিজিবি)’র সদস্যরা। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া ১টি প্রাইভেটকার আটক করা হয়। তবে,অভিযানে এ সংক্রান্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, পিবিজিএম জানান,১৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি বড় স্বর্নের চালান ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রংয়ের প্রাইভেট কার যার নম্বর-ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭ যোগে ঢাকা হতে যশোরের অভিমুখে আসতেছে।
এমন সংবাদ পেয়ে, বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সমন্বয়ে যশোর সদর উপজেলার রাজারহাট নামক এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ৪৯ বিজিবি এর একটি চৌকষ টহল দল এবং সাথে খুলনা ব্যাটালিয়ন
(২১ বিজিবি)এর একটি টহলদল দুইটি অবস্থান থেকে উক্ত গাড়ীটিকে ধরার চেষ্টা করে, প্রথমে
২১ বিজিবি তাদের অবস্থান থেকে উক্ত গাড়িটি ধাওয়া করলে তারা ৪৯ বিজিবি এর এলাকাতে এসে পড়ে। এমতাবস্থায় ৪৯ বিজিবির টহল কমান্ডার গাড়িটি থামানোর নির্দেশ দিলে প্রাইভেটকার চালক বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা কালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই দ্রুত প্রাইভেটকার হতে নেমে চোরাকারবারী পালিয়ে গেলেও টহলদল উক্ত স্থান হতে প্রাইভেটকারটি উদ্ধার এবং পরে তল্লাশি করে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৬০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।

৮.৯৭৪ কেজি(৬০ পিস) স্বর্ণের বর্তমান মূল্য ৮,৯৭,৪০,০০০/- (আট কোটি সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং প্রাইভেটকার এর সিজার মূল্য ২০,০০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৯,১৭,৪০,০০০/-(নয় কোটি সতের লক্ষ চল্লিশ হাজার)টাকা।

খুলনা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন দুটি চোলাচালান রোধ কল্পে সর্বদা তৎপর রয়েছে এবং স্বর্ণ চোলাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষনিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবি ২০২২ ইং সনের জানুয়ারী হতে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ৯৩.৩৪৭ কেজি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৮০,৬৭,৯৪,২০০/- (আশি কোটি সাতষট্টি লক্ষ চুরানব্বই হাজার দুইশত) টাকা। একইভাবে ২১ বিজিবিও গত ০১ বছরে ৭০ কেজি পরিমান স্বর্ণ বিভিন্ন অপারেশনে উদ্ধার করতে সক্ষম হয়। খুলনা সেক্টরের এই দুইটি ব্যাটালিয়ন মিলে সর্বমোট ১৬৩ কেজি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত স্বর্ণ যশোর সদর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা প্রদান করা হয় এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *