সালথায় নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজানুর রহমান নগরকান্দা- সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

১৫ ফেব্রুয়ারী বুধবার ফরিদপুরের সালথা উপজেলার নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছাবির হোসেন ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি শাহদাব আকবর লাবু চৌধুরী জাতীয় সংসদ সদস্য (এমপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদী, বাংলাদেশ আওয়ামী লীগ সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সালথা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান (হামিদ)।
বিভাগীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী,উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন,ইন্সট্রাক্টর ইউ,আর সি সালথা, মুঃ নুর- আলম মিয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার,স্বপ্না বৈদ্য,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, সহকারি কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, অনুষ্ঠানের উদ্বোধক বাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সালথা উপজেলা শাখা,নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন এবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুবই আনন্দ উদ্দীপনার মধ্য অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *