সালথায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অতর্কিত হামলা চালিয়ে মারপিট, আহত-১

মিজানুর রহমান
নগরকান্দা-সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্রি গ্রামে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে সুমন খাঁ(৩০) কে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১৩ ফেব্রুয়ারী সোমবার বিকালে কুমারপুট্রি গ্রামের টুন খাঁন এর ছেলে সুমন খাঁন বাড়ি থেকে বিনকদিয়া বাজারের উদ্দেশ্য ভেন গাড়িতে করে রওনা দিয়ে কুমারপুট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পথরোধ করে ভেন গাড়ি থেকে রফিক খাঁন এর ছেলে রিয়াজ(২৫) গায়ের জামার কলার ধরে টেনে নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে থাকে এবং মৃত বিল্লাল শেখ এর ছেলে তুষার শেখ (৪০) মেহগনির চিরাইকৃত কাঠ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরিলের বিভিন্ন স্হানে নিলা ফোলা জখম করা সহ তার মাথা ফাটিয়ে দেয় বলে প্রত্যাক্ষদর্শীরা সহ ভেন গাড়ির চালক সহেল বলেন।
সুমন খাঁ বলেন আমি মালয়েশিয়া যাব তাই বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে দালালকে দেওয়ার উদ্দেশ্য করে ভেন গাড়িতে করে রওনা দিয়ে কুমারপুট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে রিয়াজ ও তুষার ভেনগাড়ী রোধকরে আমাকে রিয়াজ কলার ধরে টেনে নামিয়ে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে থাকে এবং তুষার তার হাতে থাকা মেহগনি চিরাইকৃত গাছের বাটাম দিয়ে পিটাতে থাকে একপর্যায়ে মাথায় বাড়ি লেগে ফেটে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন নগরকান্দা হাসপাতালে এনে ভর্তি করে।এবিষয়ে তুষার শেখ ও রিয়াজ খাঁনের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে সুমন খাঁ থানায় অভিযোগ করবেন বলে জানান।

মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
১৫ ফেব্রুয়ারী ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *