খুলনায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা হবে!!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :

আজ ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে খুলনা শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ সম্মেলন কক্ষে খুলনা সাংবাদিকদের ওরিয়েন্টশ কর্মশালায় খুলনা স্বাস্থ্য বিষয়ক সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদের সভাপতিত্বে খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন হয়েছে।

এতে ক্যাম্পেইন আয়োজকদের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূলও অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের সাথে খুলনাতে ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

কর্মশালা সিভিল সার্জন জানান সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এর সাথে শিশুকে সাল দুধ খাওয়ানোসহ স্বাস্থ্য ও বার্তা সম প্রচার করা হবে।
ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই সময় থাকতে সম্প্রতিক ভিটামিন হিসেবে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তিনি জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক ও প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
তিনি আরো জানান ১০ জন নিপাহ ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে সাতজন মৃত্যুবরণ করেছে সিভিল সার্জন নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা রস পান না করার পরামর্শ দেন।

ঐদিন খুলনায় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ১ লাখ আইইউ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২ লাখ আইইউ খাওয়ানো হবে। এ বছর খুলনা জেলার নয়টি উপজেলার এবং দুইটি পৌরসভা সহ ১৭ টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৭ হাজার ১৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার ৯৬৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৩০ জন। এছাড়া সিটি কর্পোরেশনের ৩১ টি ওয়ার্ডের ৭১০ টি কেন্দ্রে ৯ হাজার ৮৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্য ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২হাজার ৭০৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার ১৩৭ জন।

কর্মশালায় কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার হালদার খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মামুন রেজা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার এস এম কামাল হোসেন মিন্টু প্রমথ বক্তৃতা করেন কর্মশালায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *